ভারত ছাত্র-জনতার প্রধান শত্রুকে আশ্রয় দিয়েছে: সারজিসের মন্তব্য
- By Jamini Roy --
- 04 October, 2024
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম শুক্রবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেন, "যে স্পিরিটে হাজারো ভাই-বোন জীবন দিয়েছেন, তা যেন ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে নষ্ট না হয়।"
তিনি বলেন, গত ১৬ বছরে বিভিন্ন কারণে ছাত্রদের নিপীড়ন করা হয়েছে, যার ফলস্বরূপ অনেককে রাজনৈতিক কারণে দেশছাড়া করা হয়েছে। তিনি দাবি করেন, "এই অন্যায়গুলোর বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে," এবং প্রয়োজনে আবারো রক্ত দিতে প্রস্তুত আছেন।
সারজিস আলম আরও বলেন, "আমাদের মায়েরা-বাবারা সন্তান হারিয়ে কাঁদছেন, কিন্তু কিছু মানুষ শহীদ ও আহতদের ভুলে নিজেদের স্বার্থে ব্যস্ত। শহীদদের কবর থেকে ভাগ নিতে আসবেন না।"
তিনি সমাজের সকলকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, বললেন, "ফ্যাসিস্টরা সুযোগ পেলে সবাইকে বন্দিশালায় কাটাতে হবে।"